চট্টগ্রামের পোশাক শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক কর্মকর্তাদের সাথে বিজিএমইএ নেতাদের মতবিনিময় সভা গতকাল বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত হয়। বাণিজ্যিক কর্মকর্তাদের সাথে কাস্টমস ও বন্ড সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বিজিএমইএ এই মতবিনিময়ের আয়োজন করে। সভাপতির বক্তব্যে বিজিএমইএর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, বর্তমানে সংকটময় পরিস্থিতিতেও পোশাক শিল্প মালিকগণ রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, কাস্টমস ও বন্ডের বিধিবিধান সম্পর্কে পোশাক শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক কর্মকর্তারা সঠিকভাবে অবহিত না হওয়ায় আমদানি–রপ্তানি কার্যক্রমে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। এক্ষেত্রে কাস্টমস ও বন্ডের বিধিবিধান সম্পর্কে দক্ষতা বৃদ্ধি করা জরুরি।
তিনি বলেন, প্রতিষ্ঠানের বাণিজ্যিক কর্মকর্তারা সকল কর্মকাণ্ডের প্রাণ। সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে। কাস্টমস ও বন্ড সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে বিজিএমইএর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সভায় বক্তব্য রাখেন বিজিএমইএর কাস্টমস বন্ড বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী এবং সাবেক পরিচালক ও বিজিএমইএর কাস্টমস (সী) বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান অঞ্জন শেখর দাশ। উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক এএম শফিউল করিম খোকন, এম এহসানুল হক প্রমুখ।
মতবিনিময় সভায় বাণিজ্যিক কর্মকর্তারা কাস্টমস ও বন্ড সংশ্লিষ্ট এইচএস কোড সংক্রান্ত জটিলতা, বার্ষিক নিরীক্ষা, শর্ট শিপমেন্ট তথ্য হালনাগাদ করাসহ বিভিন্ন সমস্যা নিয়ে তাদের মতামত তুলে ধরেন।