কাস্টমস এসসি এবং নওজোয়ান গ্রীনের জয়

তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৪ জুলাই, ২০২৩ at ৯:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে জয় দিয়ে শুরু করেছে কাস্টমস এ সি এবং আগ্রাবাদ নওজোয়ান ক্লাব গ্রীন। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব গ্রীন ৪১ রানে পরাজিত করে বাকলিয়া একাদশকে। সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে কাস্টমস স্পোর্টস ক্লাব সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে।

এম এ আজিজ স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামা আগ্রাবাদ নওজোয়ান ক্লাব গ্রিন ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে। দলের দুই ওপেনার সাকিব এবং জীবন হাফ সেঞ্চুরি করেছেন। জীবন ৫৪ এবং সাকিব করেন ৫২ রান। এছাড়া অন্যান্যের মধ্যে আহমেদ ফাহিম করেন ২৭ রান। বাকি কোন ব্যাটারই দুই অংকের ঘরে যেতে পারেনি। তবে অতিরিক্ত থেকে আসে ৪৮ রান। বাকলিয়া একাদশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন হামিদুল, মেহেদী, সোহান এবং রিমন। একটি উইকেট নিয়েছেন রাশেদ। জবাবে ব্যাট করতে নামা বাকলিয়া একাদশ ৪৪.৩ ওভারে ১৬৫ রান করে অল আউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন আলভি। এছাড়া হামিদুল ১০, ইরতিসাম ১৪, রাশেদ ২৫ এবং নাজিম উদ্দিন করেন ১১ রান। অতিরিক্ত থেকে আসে ৩০ রান। আগ্রাবাদ নওজোয়ান ক্লাব গ্রিনের পক্ষে ৩২ রানে ৪টি উইকেট নিয়েছেন ফাহিম। একটি করে উইকেট নিয়েছেণ মাহির, রায়হান এবং জীবন।

মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা কাস্টমস স্পোর্টস ক্লাব পূনঃ নির্ধারিত ৩৮ ওভারে ৭ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে। দলেল পক্ষে জাহিদুল ৬৩ বলে করেন ৮৪ রান। তিনি ৬টি ছক্কা মেরেছেন। এছাড়া ৫৪ রান করে অপরাজিত থাকেন শাহরিয়ার। ১৫ রান করেন রাফি। সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষে ৪৫ রানে ৪ উইকেট নিয়েছেন সামিন মেহেদী।

জবাবে ব্যাট করতে নামা সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ২৭.২ ওভারে ১৩৩ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে ৫২ বলে ৪৭ রান করেন তন্ময় হাসান। তিনি ৩টি চার এবং ২টি ছক্কা মেরেছেন।

এছাড়া আবির ১০, হাসিবুল ১০, মেহরাব ১৩ এবং সাজিব ২৩ রান করে। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। কাস্টমস স্পোর্টস ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মুনতাসির, হাফিজুর, শাহরিয়ার এবং জাহিদুল। একটি করে উইকেট নিয়েছেন রিদওয়ান এবং সাদমান।

পূর্ববর্তী নিবন্ধআবারো বিশ্বকাপে বড় কিছু করার স্বপ্ন সাকিবের
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.৭৩ কোটি টাকা