কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আন্তঃক্লাব অ্যাথলেটিক্স সম্পন্ন

| রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৫৭ পূর্বাহ্ণ

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ক্রীড়া পরিষদ আয়োজিত ২০তম আন্তঃক্লাব অ্যাথলেটিক্স প্রতিযোগিতা গতকাল শনিবার সাগরিকাস্থ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করে এবং বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ক্রীড়া পরিষদের সভাপতি রাজস্ব বোর্ডের সদস্য মাসুদ সাদিক এবং সদস্য সচিব ড. শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়া রাজস্ব বোর্ড সদস্য ড. মঈনুল খানসহ কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অ্যাথলেটদের মনোরম কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। প্রতিযোগিতায় অলিম্পিক মশাল নিয়ে আজমল হোসেন আজম ও ফরহাদ জেসমিন লিটি মাঠ প্রদক্ষিন করেন। ক্রীড়াবিদদের পক্ষে স্মরণিকা চাকমা ও শাহনাজ পারভীন এবং বিচারকদের পক্ষে আবু হেনা মোস্তফা কামাল শপথ বাক্য পাঠ করেন। প্রতিযোগিতায় দলগতভাবে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি ক্লাব চ্যাম্পিয়ন ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ক্লাব ঢাকা পশ্চিম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। ভলিবলে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ক্লাব চট্টগ্রাম চ্যাম্পিয়ন ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ক্লাব যশোর রানার্স আপ হয়েছে। টেনিস ইভেন্টের দ্বৈতে সোলায়মানরবীন্দ্র কুমার সিং জুটি চ্যাম্পিয়ন ও আকবর হোসেনশহীদুল ইসলাম জুটি রানার্স আপ হয়েছেন। কাস্টমস ও ভ্যাট বিভাগের প্রায় এক হাজার ক্রীড়াবিদ ৫৪টি ইভেন্টে অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং আইডিয়্যাল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধসিপিডিএল রুবিকন সিটি কর্পোরেট স্পোর্টস কার্নিভাল শুরু