কাস্টমস্‌ বন্ড কমিশনারের সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের মতবিনিময়

| শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:৪১ পূর্বাহ্ণ

বিজিএমইএ’র সহায়ক কমিটির সদস্য এমডি.এম. মহিউদ্দিন চৌধুরীএর নেতৃত্বে বিজিএমইএ’র নেতৃবৃন্দ গত ২৩ এপ্রিল কাস্টমস্‌্‌ বন্ড কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনের সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

এ’সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহসভাপতি মোহাম্মদ আবদুস সালাম, নাসির উদ্দিন চৌধুরী, প্রাক্তন সহসভাপতি এ.এম. চৌধুরী সেলিম, প্রাক্তন পরিচালক মোহাম্মদ মুসা, অঞ্জন শেখর দাশ, খন্দকার বেলায়েত হোসেন এবং বিজিএমইএ’র অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বিজিএমইএ প্রতিনিধিদল বলেন, চলমান বৈশ্বিক শুল্ক যুদ্ধে টালমাটাল বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতির প্রাণ হিসেবে খ্যাত রপ্তানিকারক তৈরী পোশাক শিল্প আজ ইতিহাসের কঠিন সংকটে। কঠিন এই সময়ে এ সেক্টরকে টিকিয়ে রাখার স্বার্থে সরকারী বিভিন্ন আইনগত সামষ্টিক বিষয়ের সহজীকরণ একান্ত আবশ্যক। সভায় কাস্টমস্‌্‌ বন্ড সংক্রান্ত বিষয়াদি সহজ ও সরলীকরণের মাধ্যমে অতি দ্রুততার সাথে সেবা প্রদানের জন্য বিজিএমইএ নেতৃবৃন্দ কাস্টমস্‌্‌ বন্ড কমিশনারকে অনুরোধ করেন।

কাস্টমস্‌্‌ বন্ড কমিশনারেট, চট্টগ্রাম কমিশনার, মোহাম্মদ শফি উদ্দিন বলেনজাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও বিপুল সংখ্যক জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টি করে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে পোশাক শিল্প সহ অন্যান্য শিল্প স্থাপন ও কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বন্ড কমিশনারেট সচেষ্ট রয়েছে। পোশাক শিল্পের বন্ড সংশ্লিষ্ট কার্যক্রমে বিদ্যমান জটিলতা নিরসন পূর্বক দ্রুততার সহিত কার্যক্রম সম্পাদন করা হবে মর্মে তিনি নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধসদারঙ্গের উস্তাদ নীরদ বরণ বড়ুয়া স্মরণানুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধবন্দরে ডিজিটাল ব্যাংকিং সেবা চালুর লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ইস্টার্ন ব্যাংকের চুক্তি