কাস্টমসে ৫০ লট পণ্যের নিলামে ১৮৫ দরপত্র জমা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ অক্টোবর, ২০২২ at ১০:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমসে রাসায়নিক পদার্থ-ফেব্রিক্সসহ ৫০ লট বিভিন্ন ধরণের পণ্য নিলামে ১৮৫টি দরপত্র জমা পড়েছে। গতকাল দুপুর আড়াইটায় কাস্টমসের নিলাম শাখায় বিডারদের (নিলামে অংশগ্রহণকারী) উপস্থিতিতে দরপত্রের বাক্স খোলা হয়। চট্টগ্রামে কাস্টমস হাউস ও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থাপিত বক্সে দরপত্র জমা পড়েছে ১৭৪টি। এ ছাড়া রাজধানীর কাকরাইলে অবস্থিত শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম-কমিশনারের (সদর) দপ্তরে স্থাপিত বক্সে জমা পড়েছে ১১টি দরপত্র।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, ৫০ লট পণ্যের মধ্যে রয়েছে, আনপ্রিন্টেড পিভিসি শিট, গ্র্যাফট, পিভিসি কোডিং টাওয়ার, ফিনিশিং এজেন্ট, হাইড্রোক্লোরিক এসিড, এসিড এইচপি, চেয়ার, প্লাস্টিক হ্যাংগার, প্লাস্টিক বাকল, ইন্ডাস্ট্রিয়াল অ্যাডজাস্ট ফ্যান, ব্যবহৃত এক্সেভেটর, লুভ অয়েল, আলকাতরা, কেরোসিন অয়েল, পাম অয়েল, হাইক্লোরিক অয়েল ও স্লাজ অয়েল, ডিজেল, এক্সেলেটর, এয়ার কম্প্রেসার, ফেব্রিক্স, অপরিশোধিত ডিজেল, থিনার, গ্রিজ, সারফেস অ্যাক্টিভ প্রিপারেশন, ফসফরিক এসিড, নাইট্রিক এসিড, ফসফরিক এসিড, নাইট্রিক এসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, পিনোল, ফরমালডিহাইড সলিউশন, সালফিউরিক এসিড, ব্র্যান্ড নিউ ওয়াশিং মেশিন, উডেন প্লেটস, এয়ার কম্প্রেসার, পিভিসি শিট, সোডিয়াম বাইকার্বোনেট, রাইচ মিলস মেশিনারি, ব্যবহৃত উইন্ডার মেশিন, স্পেয়ার পাটর্স ফর পেপার ইন্ডাস্ট্রি, ডেন্টাল এক্সেসরিজ, ইলেকট্রনিক্স মেশিনারি, প্রেসার ট্রান্সমিটার, ডেনিম ফেব্রিক্স, সিরামিকের ফুলদানি, প্যাচড টুইল, কোটেড ডুপ্লেক্স বোর্ড, ডুপ্লেক্স বোর্ড, প্লাস্টিক জিপার, মেটাল ফ্রেম, ব্যাটারি লিড, ওয়াশিং কেমিক্যাল, মোবাইল হাউজিং এক্সেসরিজ, মোবাইল এক্সেসরিজ, বাইসাইকেল পার্টস, তেঁতুল বিচি, আইসেট মোল্ড, ইলেভেটর স্পেয়ার পার্টস এবং ফ্রুটস জুস।

পূর্ববর্তী নিবন্ধপুরোটাই অন্যরকম
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে প্রাচ্যের রানি হিসেবে সাজাতে চাই