কাস্টমসে ৪৬ লট পণ্যের নিলাম হয়নি

উপ-কমিশনারের অনুপস্থিতি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমসে নিলাম অনুষ্ঠানে উপ কমিশনারের অনুপস্থিতির জেরে একদিন পিছিয়ে গেছে নিলাম কার্যক্রম। গতকাল সোমবার বেলা আড়াইটায় ফেব্রিক্স-রাসায়নিক পদার্থসহ ৪৬ লট পণ্য নিলাম হওয়ার কথা ছিল। দরপত্রের বক্স খোলার জন্য নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা সাবেদুর রহমান ও জহিরুল ইসলাম এলে বিডাররা (নিলামে অংশগ্রহণকারী) তাদের বাধা দেন। পরে নিলাম শাখা থেকে জানানো হয় আজ সকাল ১০ টায় উপ কমিশনার আল আমিনের উপস্থিতিতে নিলাম সম্পন্ন হবে।
কাস্টমসের নিয়মিত বিডার ইয়াকুব চৌধুরী বলেন, নিলাম শাখার ডিসি যোগ দেয়ার পর থেকে ৫ টি নিলাম হয়। এরমধ্যে একটিতেও তিনি আসেননি। প্রত্যেকবার তিনি রাজস্ব কর্মকর্তাকে দরপত্রের বক্স ওপেন করেন। জানতে চাইলে উপ-কমিশনার আল আমিন বলেন, আমি উপস্থিত না থাকার কারণে নিলাম কার্যক্রম একদিনের জন্য স্থগিত হয়ে যায়। আগামীকাল (আজ) নিলাম অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ৪৬ লট পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গার্মেন্টস ফেব্রিক্স, হাইড্রোলিক অ্যাসিড, ফিনিশিং এজেন্ট, বিভিন্ন রাসায়নিক পদার্থ, কার্টন অ্যাকসেসরিজ, টেক্সটাইল কেমিক্যাল, ফিনিশিং এজেন্ট, কাঁচা তুলা, ওয়াশিং কেমিক্যাল, জুতার ব্যাগ, প্লাস্টিক পণ্য ও ব্যাটারি লিড।

পূর্ববর্তী নিবন্ধইসি থেকে এনআইডি সরানোর সিদ্ধান্ত সরকারের
পরবর্তী নিবন্ধকেইপিজেডে দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন