কাস্টমসে ৪৬ লটে ৮২ দরপত্র জমা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমসে ফেব্রিক্স-রাসায়নিক পদার্থসহ ৪৬ লট পণ্যের নিলাম গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এর আগে সোমবার দুপুর আড়াইটায় কাস্টমসের নিলাম শাখায় বিডারদের (নিলামে অংশগ্রহণকারী) উপস্থিতিতে দরপত্র বক্স খোলার কথা ছিল। কিন্তু নিলাম অনুষ্ঠানে শাখার উপ-কমিশনার আল আমিন অনুপস্থিত থাকায় বিডাররা দরপত্রের বক্স খুলতে বাধা দেন। পরবর্তীতে গতকাল সকালে উপ-কমিশনারের উপস্থিতি দরপত্রের বক্স খুলেন।
চট্টগ্রামে অনুষ্ঠিত নিলামে ৪৬টি লটের মধ্যে ৩০টিতে দরপত্র পড়েনি। বাকি ১৬টিতে দরপত্র পড়েছে ৭৭টি। এছাড়া ঢাকায় দরপত্র পড়েছে ৫টি। সব মিলিয়ে ৪৬ লটে মোট দরপত্র জমা পড়ে ৮২টি।
নিলাম শাখা সূত্রে জানা গেছে, ৪৬ লট পণ্যের মধ্যে ছিল বিভিন্ন ধরনের গার্মেন্টস ফেব্রিক্স, হাইড্রোলিক অ্যাসিড, ফিনিশিং এজেন্ট, বিভিন্ন রাসায়নিক পদার্থ, কার্টন অ্যাকসোসরিজ, টেক্সটাইল কেমিক্যাল, ফিনিশিং এজেন্ট, কাঁচা তুলা, ওয়াশিং কেমিকেল, জুতার ব্যাগ, প্লাস্টিক পণ্য এবং ব্যাটারি লিড।

পূর্ববর্তী নিবন্ধতদন্তের প্রয়োজনে হুইপ সামশুলসহ ৬ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা : দুদক
পরবর্তী নিবন্ধ‘রোটারী কোভিড হিরো’ অ্যাওয়ার্ড পেলেন রিমন