চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ও অখালাসকৃত ফেব্রিক্স-রাসায়নিক পদার্থসহ ৪৬ লট পণ্য নিলামে তোলা হচ্ছে আজ। বিডাররা (নিলামে অংশগ্রহণকারী) আজ সোমবার দুপুর ২টার মধ্যে কাস্টমস নির্ধারিত বাক্সে দরপত্র জমা দিতে পারবেন। নিলাম শাখা সূত্রে জানা গেছে, নিলামে তোলা ৪৬ লট পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গার্মেন্টস ফেব্রিক্স, হাইড্রোলিক অ্যাসিড, ফিনিশিং এজেন্ট, বিভিন্ন রাসায়নিক পদার্থ, কার্টন অ্যাকসেসরিজ, টেক্সটাইল কেমিক্যাল, ফিনিশিং এজেন্ট, কাঁচা তুলা, ওয়াশিং কেমিক্যাল, জুতার ব্যাগ, প্লাস্টিক পণ্য ও ব্যাটারি লিড।
জানা গেছে, ১৪ জুন থেকে নিলামের দরপত্র ও ক্যাটালগ বিক্রি শুরু হয়। ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করে আজ দুপুর ২টার মধ্যে জমা দিতে পারবেন। বেলা আড়াইটায় বিডারদের উপস্থিতিতে ঢাকা ও চট্টগ্রামে একযোগে নিলামের বাক্স খোলা হবে।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার (নিলাম শাখা) মো. আল আমিন আজাদীকে বলেন, কমিশনার মহোদয়ের নির্দেশে নিলাম কাজের গতি বাড়ানো হয়েছে। একইসাথে নিলাম অযোগ্য পণ্য ধ্বংসের কাজও চলমান রয়েছে।