আমদানিপণ্য খালাসে অনিয়ম দুর্নীতির মাধ্যমে প্রায় ৮৫০ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউজের এক রাজস্ব কর্মকর্তা (আরও) ও ৭ সহকারী রাজস্ব কর্মকর্তাকে (এআরও) জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচা প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে দুদক। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া কর্মকর্তারা হলেন, রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুন নাহার জনি, মির্জা সাইদ হাসান ফরমান, মো. মাহমুদুলল হাসান মুন্সী, মো. মাহবুবার রহমান, মো. ওমর ফারুক, মো. সাইফুল ইসলাম ও মাহমুদা আক্তার লিপি। দুদকের উপ-পরিচালক মো. নাছির উদ্দিনের নেতৃত্বে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে দুদক সূত্র। জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত মালামাল খালাসে প্রায় ৮৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাতের একটি অভিযোগ ২০১৯ সালের ১৮ এপ্রিল অনুসন্ধান শুরু করে দুদক। চট্টগ্রাম কাস্টমস হাউজের বদলি হওয়া দুই কর্মকর্তার আইডি ব্যবহার করে সাতজন সিএন্ডএফ এজেন্টের সহযোগিতায় এ দুর্নীতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। সেখানে ২২টি বিল অব এন্ট্রির মাধ্যমে মিথ্যা ঘোষণা দিয়ে আমাদানি করা পণ্য খালাস দিয়ে সরকারের ১৮৬ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৭২৮ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ করা হয়। এ ঘটনায় কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর দুদকের অনুসন্ধান শুরুর তিন মাস আগে রাজধানীর রমনা থানায় ২১টি মামলা করে। মামলাগুলোর এজাহারে সরকারি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাতের কথা উল্লেখ করা হয়। এসব মামলায় সরকারি কর্মকর্তা হিসেবে কাস্টমসের ডেপুটি কমিশনার, একাধিক রাজস্ব কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, সহকারী রাজস্ব কর্মকর্তা, সিএন্ডএফ এজেস্ট ও আমদানিককারকসহ কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়।
দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বিকেলে সাংবাদিকদের বলেন, ‘শুল্ক ফাঁকির কোনো ঘটনা ঘটে থাকলে দুদক অবশ্যই তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনবে। শুধু শুল্ক ফাঁকি নয়, যেকোন দুর্নীতির ক্ষেত্রে দুদক ব্যবস্থা নেবে।