কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে একযোগে বদলি

| মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:১৩ পূর্বাহ্ণ

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ জন সহকারী রাজস্ব কর্মকর্তা ও দুই যুগ্ম কমিশনারকে একযোগে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের দ্বিতীয় সচিব মো. মাসুদ রানার সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তাকে বদলি করা হয়। খবর বাংলানিউজের।

গতকাল সোমবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের রাজস্ব খাতে গতিশীলতা ফেরাতে এনবিআর থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বদলি হওয়া দুই যুগ্ম কমিশনার হলেন আব্দুর রশিদ মিয়া ও মাহবুব হাসান। আব্দুর রশিদ মিয়াকে বেনাপোল থেকে ঢাকায় ও মাহবুব হাসানকে চট্টগ্রাম থেকে রাজশাহীতে বদলি করা হয়েছে। ২৬৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোল কাস্টমসের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ট্রলারে ১০ লাশ, ঘটনার রহস্য উদঘাটনের দাবি পুলিশের
পরবর্তী নিবন্ধমেলার নামে সিআরবি শিরীষতলা দখলের চেষ্টা ভুলেও করবেন না