কাস্টমসের নিলামে ৫৮ দরপত্র জমা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৩:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমসে জাপানি গাড়িসহ বিভিন্ন ধরনের ৭৩ লট পণ্য নিলামের ৫৮টি দরপত্র জমা পড়েছে। গতকাল দুপুর আড়াইটায় কাস্টমসের নিলাম শাখায় বিডারদের (নিলামে অংশগ্রহণকারী) উপস্থিতিতে দরপত্রের বাক্স খোলা হয়। চট্টগ্রামে কাস্টমস হাউস ও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থাপিত বক্সে দরপত্র জমা পড়েছে ৪৫টি। তবে রাজধানীর কাকরাইলে অবস্থিত শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম-কমিশনারের (সদর) দপ্তরে স্থাপিত বক্সে জমা পড়েছে ১৩টি দরপত্র।
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, নিলামে জাপানের তৈরি ২০০৩ মডেলের টয়োটা ব্র্যান্ডের সাদা রঙের গাড়ি ছাড়াও ছিল আনপ্রিন্টেড পিভিসি শিট, ফিনিশিং এজেন্ট, হাইড্রোক্লোরিক এসিড, ডাই এসিড এইচপি, ব্যবহৃত ডেস্ক, বুক কেস, চেয়ার ও এয়ারকন্ডিশনার, সেফটি রেজার্স, প্লাস্টিক হ্যাঙ্গার, প্লাস্টিক বাকল, গ্র্যাফট, এলইডি টিভি, লুব অয়েল, আলকাতরা, কেরোসিন অয়েল, পাম অয়েল, থিনার, হাইক্লোরিক অয়েল ও স্লাজ অয়েল, ফসফরিক এসিড, নাইট্রিক এসিড, হাইড্রো এসিড, পটাশিয়াম হাইড্রোঙাইড, পিনোল, গ্রিজ, ফরমালডিহাইড সলিউশন, সারফেস একটিভ প্রিপারেশন, লুব্রিকেটিং প্রিপারেশন, গার্মেন্টস ফেব্রিঙ, রাইচ মিলস মেশিনারি, সালফিউরিক এসিড, ডিজেল, নন মেটালিক হার্ডনার, ডেনিম ফেব্রিঙ, সিরামিকের ফুলদানি, ডুপ্লেঙ বোর্ড, প্লাস্টিকের জিপার, ইলাস্টিক বেল্ট, মেটাল ফ্রেম, ব্যাটারি লিড, ওয়াশিং কেমিক্যাল, মোবাইল কেসিং, ফেস ওয়াশ, ব্যবহৃত উইনডার মেশিন, তেঁতুল বিচি, সিরামিক ওয়াল, গিয়ারবঙ, ফিড মেশিনারি, মিরর, লেডিস বেল্ট, ইন্ডাস্ট্রিয়াল সল্ট, ভল্টেজ স্ট্যাবিলাইজার, চশমা, সানগ্লাস, মোটর, স্টেইনলেস স্টিল মেটাল স্ক্রাপ, খাকি রঙের বড় কাগজের রোল, সিরামিক মগ ও পিভিসি ফর কোডিং টাওয়ার।

পূর্ববর্তী নিবন্ধকারো গাফিলতি নেই
পরবর্তী নিবন্ধসেবা সচল রাখতে জোর চেষ্টা