কাশ্মীরের পেহেলগামে সামপ্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে আর কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ খেলবে না ভারত। এ কথা পুনরায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সহ–সভাপতি রাজীব শুক্লা। তিনি স্পোর্টস টক অনুষ্ঠানে বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং এই নির্মম সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারের যে অবস্থান, বিসিসিআই সে অনুযায়ীই কাজ করে। পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ আমরা এখন খেলি না, ভবিষ্যতেও খেলব না।