কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলা, নিহত ৫

| শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ at ৭:৪৭ পূর্বাহ্ণ

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলায় ভারতীয় সেনাবাহিনীর কমপক্ষে তিন সদস্য নিহত হয়েছেন। এ সময় দুই হামলাকারীও নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে হামলা চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরের রাজৌরির সেনা ক্যাম্পে হামলা চালায় দুজন সন্ত্রাসী। পরে সেনাবাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। খবর বাংলানিউজের।
জম্মু-কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেন, পার্গাল সেনা ক্যাম্পের সীমানা পার করে কয়েকজন সন্ত্রাসী প্রবেশের চেষ্টা করেছিল। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। এতে দুজন সন্ত্রাসী নিহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের ৫৪ বছর পর সন্তানের জন্ম দিলেন ৭০ বছরের মা!
পরবর্তী নিবন্ধচীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রস্তাব প্রত্যাখ্যান করল তাইওয়ান