কাশ্মীরে সাধারণ মানুষের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ

| শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:৪৫ পূর্বাহ্ণ

কাশ্মীরে সাধারণ মানুষের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতা ভিত্তিক রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। গত ২৩ এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, আমরা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব কাশ্মীরে সাধারণ মানুষের উপর এহেন হিংস্র পাশবিক ঘৃণ্য সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিরীহ নির্দোষ পর্যটক খুন করা ধর্ম বা শুভ রাজনীতি হতে পারেনা বরং অধর্ম ও স্বৈরদস্যুতার ঘৃন্য রাজনীতি। সব রাজনীতির লক্ষ্য হতে হবে সব মানুষের জীবনের সুরক্ষা ও কল্যাণ সাধন। হত্যার রাজনীতি বর্জন করে সব ধর্মের সব মত পথের সব মানুষের জীবনের নিরাপত্তাস্বাধীনতাঅধিকার ভিত্তিক মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দুনিয়ার সব মানবিক মানুষের প্রতি আকুল আবেদন জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর গন্ডামারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধপুলিশের সঙ্গে রিকশা চালকদের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩৩