হিমালয়ের বিরোধপূর্ণ অঞ্চল কাশ্মীরে আগামী মাসে জি২০–র বৈঠক করার যে সিদ্ধান্ত নিয়েছে ভারত তার নিন্দা জানিয়ে এই পদক্ষেপকে ‘দায়িত্বজ্ঞানহীন’ অ্যাখ্যা দিয়েছে পাকিস্তান। উভয় দেশই সমগ্র কাশ্মীরের মালিকানা দাবি করলেও প্রত্যেকে এর পৃথক পৃথক অংশ শাসন করছে। পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশীর মধ্যে হওয়া তিনটি যুদ্ধের দুটিই হয়েছে কাশ্মীরকে নিয়ে। খবর বিডিনিউজের।
ভারত এখন জি২০–র প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে, তারা সেপ্টেম্বরের শুরুতে নয়া দিল্লিতে সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মেলনের প্রস্তুতিও নিচ্ছে। ওই সম্মেলনের আগে জি২০–র বিভিন্ন পর্যায়ের বৈঠক ও ইয়ুথ ২০–র বৈঠকের যে পুরো সূচি ভারত শুক্রবার প্রকাশ করেছে, তাতে এপ্রিল–মে’র বৈঠকস্থল হিসেবে কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর এবং পার্শ্ববর্তী অঞ্চল লাদাখের লেহ–ও স্থান পেয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিরোধপূর্ণ অঞ্চলকে এমন বৈঠকের স্থান হিসেবে বেছে নেওয়ায় মঙ্গলবার নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।