ভারতের জম্মু ও কাশ্মিরের গোলাম নবী নামের যে নির্মাণ শ্রমিক রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে প্রেক্ষাগৃহটি একটু একটু করে গড়ে তোলায় শ্রম দিয়েছেন, তিনি আজ ভীষণ খুশি। কারণ ৩ দশক পর আবারও খুলছে এই রাজ্যের সিনেমা হলের দরজা। জম্মু ও কাশ্মিরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা রোববার রাজধানী শ্রীনগরে দুটি মাল্টিপ্লেঙ উদ্বোধন করেছেন। মঙ্গলবার থেকেই দুটি হলের একটিতে সিনেমা দেখানো শুরু হলো। খবর বিডিনিউজের।
শ্রীনগরের মাল্টিপ্লেঙ দুটির একটি ‘আইনঙ কমপ্লেঙ’র নির্মাণ কাজে যুক্ত ছিলেন শ্রমিক গোলাম নবী। ইন্ডিয়ান এঙপ্রেসকে তিনি জানান, চার বছর সময় লেগেছে মাল্টিপ্লেঙটি বানাতে। তিন দশক পর নিজের শহরে বসে সিনেমা দেখা যাবে, ভাবতেই দারুণ উত্তেজিত নবী। বললেন, আমি আমার ছেলেমেয়েদের নিয়ে সিনেমা দেখতে আসব। প্রথম দিন দেখান হবে বলিউড তারকা আমির খানের ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমার কিছু অংশের শুটিং ‘ভূ স্বর্গ’ কাশ্মিরেই হয়েছে। এরপর ৩০ সেপ্টেম্বর এই মাল্টিপ্লেঙের সাইফ-হৃত্বিকের বিক্রম বেদার প্রিমিয়ার শো হবে। এছাড়া শ্রীনগরের শিববোয়া এলাকায় উদ্বোধন হওয়া দ্বিতীয় মাল্টিপ্লেঙেটি খুলে দেওয়া হবে আগামী সপ্তাহে। আর শিগগিরি কাশ্মিরের ডোডা, রাজৌরি, পুঞ্চ, কিশতওয়ার, অনন্তনাগ এলাকাতেও এমন মাল্টিপ্লেঙ চালুর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা।
আশির দশকের শেষ নাগাদ জম্মু ও কাশ্মিরে চালু ছিল ১২টি সিনেমা হল। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলে যায়। নব্বইয়ের দশকের শুরুর দিতে জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ায় একে একে বন্ধ হয়ে যায় হলগুলো। এর পর অনেকসময় হল খোলার উদ্যোগ নেওয়া হলেও সন্ত্রাসী কার্যকলাপের দৌরত্ম্যে সেটি আর হয়ে উঠেনি।
জম্মু ও কাশ্মীরের মাটিতে যার হাত ধরে সংস্কৃতির এই মাধ্যমটির পুনর্জাগরণ হতে চলেছে তার নাম বিজয় ধর। মাল্টিপ্লেঙ প্রকল্পটির প্রধান ব্যবসায়ী বিজয় ধরের জমিতেই ‘আইনঙ কমপ্লেঙ’ নির্মাণ করা হয়। কাশ্মিরে ব্রডওয়ে নামের সবচেয়ে পুরাতন সিনেমা হলটির মালিকানাও ছিল বিজয় ধরের পরিবারের।
তিনি জানান, এই শহরে সিনেমা হল ফিরিয়ে আনা তার স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে বাস্তবে রূপ নিতে দেখায় পরম স্বস্তিতে আছেন তিনি। আমার লক্ষ্য হলো মানুষের জীবনে বিনোদন ফিরিয়ে আনা। এই উদ্যোগটি মূলত কাশ্মিরের তরুণ প্রজন্মকে উৎসর্গ করে করা হয়েছে। এই প্রকল্পটি আমার মনের মতো একটি কাজ।