নির্বাচিত হওয়ার পর যথারীতি গেজেট প্রকাশ হলেও শপথ নিতে পারছেন না পটিয়ার কাশিয়াইশ ইউপির বিগত ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান আবুল কাসেম। উচ্চ আদালতের নির্দেশে তার শপথ গ্রহণ স্থগিত রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও ফয়সাল আহমেদ জানান, কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেছেন আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ কায়েছ। ওই রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ইউনিয়নের নির্বাচনের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেছেন আদালত। আমরা সেই আদেশের কপি হাতে পেয়েছি। যার কারণে উচ্চ আদালতের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়রম্যান আবুল কাসেম এর শপথ গ্রহণ স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর চতুর্থ দফায় পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন মো. আবুল কাশেম এবং আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন মো.কায়েছ।












