পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ.লীগের মত বিনিময় সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। দ্বারক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অজিত মহাজনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি জহির আহমদ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সুরজিৎ বর্ধন, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভট্টাচার্য্য, আ.লীগ নেতা সনৎ সিকদার পিন্টু, মো. কাইছার হামিদ, মোহাম্মদ মনছুর, বাবু মৃদুল বিশ্বাস, ইউচুপ মেম্বার, বাবু মিল্টন ভট্টাচার্য্য, কামনাশীষ বড়ুয়া বানু, সন্তোষ নন্দী ভোলা, জেলা ছাত্রলীগ নেতা শাহেদুল ইসলাম সাহেদ, যুবলীগ নেতা মো. জাহাঙ্গীর, কাজল বিশ্বাস, ঋষু বর্দন, তপন বর্দন তপু, জুয়েল বর্দন, বিশ্বরুপ বিশ্বাস, ফয়সাল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি জহির আহমদ চৌধুরী বলেন, হুইপ সামশুল হক চৌধুরীর নেতৃত্বে পটিয়া উন্নয়নের রোল মডেলে রুপান্তর হয়েছে।
যার ধারাবাহিকতায় পটিয়ার পাড়া-মহল্লায় সোলার লাইট স্থাপন, এলাকায় বাড়ির ঘাটা ঢালাই করা, কমেপ্রসার ও ডিপ টিউবওয়েল স্থাপন, নালা ও ড্রেন নির্মাণ, এবং নানা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পটিয়াকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন তিনি।











