কাশগড় শহরের ৪৭ লাখ লোকের করোনা পরীক্ষা করাচ্ছে চীন

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১১:১১ পূর্বাহ্ণ

শিনজিয়াং প্রদেশের কাশগড়ে একজনের করোনাভাইরাস ধরা পড়ার পর শহরটির প্রায় ৪৭ লাখ বাসিন্দার সবার পরীক্ষা করাচ্ছে চীন। শনিবার থেকে ব্যাপকভিত্তিক পরীক্ষা শুরু করার পর রোববার বিকাল পর্যন্ত ২৮ লাখেরও বেশি লোকের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ১৩৭ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হয়েছে বলে বিবিসি জানিয়েছে। অবশিষ্ট বাসিন্দাদের পরীক্ষা দুই দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন কাশগড়ের কর্মকর্তারা।
করোনাভাইরাস চীনের উহান শহর থেকে মহামারী আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লেও দেশটি সাফল্যজনকভাবে সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। তবে দেশটিতে প্রায়ই ছোট ছোট প্রাদুর্ভাবের ঘটনা ঘটে চলেছে। এর প্রত্যেক ক্ষেত্রে পুরো শহর বা এলাকার সব বাসিন্দাদের পরীক্ষার আওতায় এনে আক্রান্তদের পৃথক করে সংক্রমণ নিয়ন্ত্রণ করেছে চীন। খবর বিডিনিউজের।
শিনজিয়াং চীনের মুসলিম প্রধান উইঘুর সংখ্যালঘু ও অন্যান্য তুর্কিভাষী মুসলিমদের বাসস্থান। এরা বেইজিং সরকারের নির্যাতনের শিকার হচ্ছে বলে অধিকার আন্দোলনকারী গোষ্ঠীগুলো অভিযোগ করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধম্যাক্রোঁর কঠোর সমালোচনায় ইমরান খান
পরবর্তী নিবন্ধভ্যাকসিন জাতীয়করণের বিরুদ্ধে ডব্লিউএইচও প্রধানের সতর্কতা