কাল সৃজামির তিন দিনের গণসঙ্গীত উৎসব শুরু

| মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

সৃজামি সাংস্কৃতিক অঙ্গনের তিন দিনব্যাপী গণসঙ্গীত উৎসব আগামীকাল বুধবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধন হবে। উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। প্রধান অতিথি থাকবেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার।

অতিথি থাকবেন নাট্যজন অধ্যাপক সনজউব বড়ুয়া, জেলা শিল্পকলা একাডেমির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক, নাট্যজন সাইফুল আলম বাবু এবং শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নাট্যজন মোসলেম উদ্দিন সিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে গীতিকার, সুরকার ও গণসঙ্গীত শিল্পী প্রয়াত অশোক সেনগুপ্তকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওবায়দুল কাদেরের জন্য ২০০ মণ মাংস দিয়ে একরামুলের মেজবান
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ৩শ শতক জমির ধানের চারা নষ্ট করল দুর্বৃত্তরা