কাল সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৯:৪০ পূর্বাহ্ণ

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল উন্নত চিকিৎসা নিতে দেশ ছাড়ছেন আগামীকাল ৭ এপ্রিল,সোমবার। উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যাবেন। গত ২৪ মার্চ সকালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তামিমকে রাজধানীর বাইরে সাভারে কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তার হৃদযন্ত্রে একটি ব্লক রয়েছে। দ্রুতই একটি রিং পরানো হয়।প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। দুই দিন ভর্তি থাকার পর অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি। এখন বাসায় থেকেই বিশ্রামে রয়েছেন। তবে পুরো শরীরের স্বাস্থ্য আরও ভালোভাবে পরীক্ষা করাতেই এবার সিঙ্গাপুরে যাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। শুরুতে থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও, পরিবারের সিদ্ধান্তে গন্তব্য বদলে সিঙ্গাপুর নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে তার ভিসা ও বিমানের টিকিটও নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, সিঙ্গাপুরে গিয়ে একজন বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে হার্টসহ পুরো শরীরের বিস্তারিত চেকআপ করাবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধএমেচার ক্রিকেট লিগে চিটাগং মাস্টার্স,নাইনটিজ উইলোর জয়
পরবর্তী নিবন্ধতাসকিনের নেতৃত্ব গুণে আস্থা সুজনের