সিএমপি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন হচ্ছে আগামীকাল শুক্রবার। এসএসসি পাসের দীর্ঘ ২৫ বছর পর স্মৃতিময় প্রাঙ্গণে মিলিত হতে মুখিয়ে আছেন ওই ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন সিএমপির অতিরিক্ত কমিশনার মো. হুমায়ুন কবির। রজতজয়ন্তী উপলক্ষে গতকাল বুধবার নগরীর জিইসি মোড়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের (সিএমপি) সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানের আগের নাম ছিলো চিটাগাং পুলিশ ইনস্টিটিউট। যা ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো। এই শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীরা স্ব–স্ব ক্ষেত্রে সফলতার সাথে প্রতিষ্ঠিত হয়েছেন। তাদের সকলের স্কুল জীবনের স্মৃতি রোমন্থন, ছাত্র শিক্ষক মিলনমেলা, র্যালিসহ নানা আয়োজনে রজতজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপিত হবে। সকাল ১০টায় শুরু হবে অনুষ্ঠানের মূলপর্ব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির বকতিয়ার হোসেন, নুর হোসেন নুরু, কামরুল হোসেন সাগর, মো. মারুফুল ইসলাম, সাখাওয়াত এলাহি শিবলী, মঞ্জুরুল হোসেন সৈকত।