কাল সিএন্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন

| মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৫:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্লিয়ারিং এন্ড ফরওর্য়ার্ডিং এজেন্টস কর্মচারী ইউনিয়নের ত্রিবার্ষিক প্রতিনিধি নির্বাচন কাল বুধবার অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচনে ৭১৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে ভোট গ্রহনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিকভাবে নির্বাচনে সহযোগিতা করবেন। প্রতি বুথে ১ হাজার দুইশত করে ছয় বুথে ভাগ করে ভোট গ্রহন করা হবে। নির্বাচন কমিশন সদস্য, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার এবং সদস্যরা আইডি কার্ড/বুকলেটসহ ভোটার ছাড়া অন্য কারো ভোটকেন্দ্রে প্রবেশাধিকার নেই। নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহাবুব মিন্টু ও সদস্য সচিব নায়েবুল ইসলাম ফটিক সুষ্ঠু সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচনের লক্ষে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবীণ রাজনীতিবিদ মাস্টার শাহজাহান বিএর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসংকট কাটাতে উন্নয়নশীল দেশগুলোকে বৈশ্বিক সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর