সিআরবি রক্ষার দাবিতে নাগরিক সমাজ চট্টগ্রামের মহা সমাবেশ আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এছাড়া চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধারাসহ এতে উপস্থিত থাকবেন রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, ছাত্র, শ্রমিক ও নানান পেশাজীবীর মানুষ।
উল্লেখ্য, খ্যাতিমান সমাজবিজ্ঞানী একুশে পদকপ্রাপ্ত ড. অনুপম সেন এবং বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের নেতৃত্বে গঠিত ‘নাগরিক সমাজ চট্টগ্রাম’ এই লড়াই চালিয়ে যাচ্ছে শুরু থেকেই। এরই ধারাবাহিকতায় আগামীকাল সিআরবিতে মহাসমাবেশ আয়োজন করেছে। প্রেস বিজ্ঞপ্তি।












