সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে আগামীকাল শুক্রবার বারডেম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখবেন।
বিশেষজ্ঞ চিকিৎসকরা হলেন– বারডেম ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি, জাতীয় অধ্যাপক প্রফেসর ডা. এ কে আজাদ খান, কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. এম এ রশিদ, বারডেমের এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. রাজিউর রহমান, চর্ম, যৌন, এলার্জি ও লেজার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. কামরুল আহসান, নেফ্রোলজি–ডায়ালাইসিস–ট্রান্সপ্লান্ট ইউনিটের সহকারী অধ্যাপক ডা. সুধাংশু কুমার সাহা, নিউরোমেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সানজিদা আক্তার, ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবুল খায়ের আহমদ জামান, চট্টগ্রাম মেডিকেল কলেজের গ্যাসস্ট্রোএন্টারলজী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের। আগ্রহীদের সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালে যোগাযোগ করে বিশেষজ্ঞ চিকিৎসার সুযোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিকাল ৩টায় সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।












