কাল সাংবাদিক মোস্তফা কামাল পাশার তৃতীয় মৃত্যুবার্ষিকী

| সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৭:০১ পূর্বাহ্ণ

সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল পাশার তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি হাটহাজারীর পশ্চিম ধলইয়ে কবর জেয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মোস্তফা কামাল পাশা ১৯৫২ সালে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলইয়ের মীর বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মীর আবদুল ওয়ারেস। তিনি ১৯৮২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক আজাদীতে কর্মজীবন শুরু করেন। সাহিত্যের নানা শাখায় কাজ করেছেন। আমৃত্যু আজাদীতে কলাম লিখেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি উপজেলা বিএনপির বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলী জেলেপাড়ায় জেলা মৎস্য দপ্তরের জনসচেতনতা সভা