সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের নিয়মিত আয়োজন দ্বিমাসিক শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারিতে অনুষ্ঠিত হবে। এতে শিল্পী যারা অংশ নেবেন, স্বস্তিকা দাশগুপ্তা হৈমী (কণ্ঠ), রাজিব চক্রবর্ত্তী (তবলা), অর্পিতা দেবী দোলা (হারমোনিয়াম), এনায়েত উল্লাহ সানি (তানপুরা), অর্পা চৌধুরী (তবলা লহড়া), পুনম চৌধুরী (নাগমা)। প্রেস বিজ্ঞপ্তি।