কাল সকালে সেমির লড়াইয়ে নামছে ব্রাজিল

| সোমবার , ৫ জুলাই, ২০২১ at ৬:৩৯ পূর্বাহ্ণ

কোপা আমেরিকা কাপের সেমিফাইনালে থাকবে আর্জেন্টিনা এবং ব্রাজিল সেটা এক রকম নিশ্চিতই ছিল এবং হয়েছেও তাই। প্রত্যাশিতভাবেই এই দুই দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। এই দুই দলের সাথে সেমিফাইনালে সঙ্গী হয়েছে কলম্বিয়া এবং পেরু। আগামীকাল মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মাঠে নামছে ব্রাজিল। ফাইনালে উঠার এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬ টায়। পরদিন অর্থাৎ আগামী বুধবার দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। ম্যাচ দুটি সরাসরি দেখা যাবে সনি টেন চ্যানেলে।

পূর্ববর্তী নিবন্ধদেশ ছাড়ার আগে মোস্তাফিজদের অনুশীলন আজ থেকে
পরবর্তী নিবন্ধএখনই ফাইনালের ছক আঁকছে ইংল্যান্ড