কোপা আমেরিকা কাপের কোয়ার্টার ফাইনাল পর্ব নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। এবার গ্রুপ সেরা হওয়ার অপেক্ষা। আর সে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আগামীকাল মঙ্গলবার সকালে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয় টায়। সনি টেন চ্যানেলে দেখা যাবে ম্যাচটি। এরই মধ্যে তিন ম্যাচের দুটিতে জিতে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকায় সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে চিলির সাথে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করলেও পরের দুই ম্যাচে উরুগুয়ে এবং প্যারাগুয়েকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পয়েন্ট তালিকার সবার উপরে। কালকের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে জিতলে গ্রুপ সেরা হয়েই থাকবে প্রথম পর্ব শেষে। আর সেটাই নিশ্চিত করতে চায় আর্জেন্টিনা। যদিও আগের তিন ম্যাচে আর্জেন্টিনার স্ট্রাইকাররা তেমন গোলের দেখা পায়নি।