উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে চন্দনাইশের শুচিয়া বাইনজুরী গ্রামে আগামীকাল বুধবার শুক্লাম্বর মহাপ্রভুর পীঠ মন্দিরে পূণ্যস্নান, পূজানুষ্ঠান ও বার্ষিক মেলা অনুষ্ঠিত হবে। মিলনমেলায় সুধীজনের সমাবেশ হয়। এ ধর্মীয় অনুষ্ঠানে শুক্লাম্বর দীঘি উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দু দত্ত প্রশাসনের সার্বিক সহযোগিতা ও সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












