চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে আগামীকাল ৩ শুক্রবার সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে ‘নাট্যকার চৌধুরী জহুরুল হক স্মরণসন্ধ্যা ২০২৫’। নাট্যপত্রিকা ‘নাট্যমঞ্চ’, ‘নাট্যমঞ্চ রেপার্টরি’ ও ‘নাট্যমঞ্চ প্রকাশন’ প্রতিবছর যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে থাকে। এদিন নাট্যকার চৌধুরী জহুরুল হকের (১৯৪৭–২০০৮) মৃত্যুবার্ষিকী। এবারের স্মরণসন্ধ্যায় প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে ‘নাট্যকার চৌধুরী জহুরুল হক সম্মাননা’ প্রদান করা হবে নাট্যব্যক্তিত্ব শিশির দত্ত ও অলক ঘোষকে। ‘নাট্যকার চৌধুরী জহুরুল হক স্মারকবক্তৃতা’ প্রদান করবেন কবি হাফিজ রশিদ খান। আলোচক থাকবেন অধ্যাপক সনজীব বড়ুয়া এবং নাট্যকর্মী সুশান্ত মিত্র। স্মরণসন্ধ্যায় চৌধুরী জহুরুল হক রচিত কবিতা আবৃত্তি ও গান পরিবেশিত হবে। ‘নাট্যমঞ্চ’ সম্পাদক জাহেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠেয় স্মরণসন্ধ্যার অনুষ্ঠানমালা সঞ্চালন করবেন অভিনয়কর্মী নাজমা আলী নিপা। প্রেস বিজ্ঞপ্তি।