চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আগামীকাল শুক্রবার বিকাল ৫ টায় শাশ্বত ধ্বনি পরিষদ হযরত মুহাম্মদ (স.)-কে নিবেদিত কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে। ‘মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মহানবী প্রিয়তম সুন্দরতম’ শীর্ষক এ আয়োজনে আমন্ত্রিত অতিথি আলোচক থাকবেন চবি ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মোরশেদ, বিশিষ্ট লেখক ও চিন্তক চৌধুরী গোলাম রব্বানী। সভাপতিত্ব করবেন আবৃত্তি শিল্পের শিক্ষক শাশ্বত ধ্বনি পরিষদের আহ্বায়ক মোসতাক খন্দকার। আমন্ত্রিত আবৃত্তি শিল্পী অনুষ্ঠানসূচিতে রয়েছে আলোচনা, আমন্ত্রিত শিল্পী এবং ক্বণন সদস্যদের একক আবৃত্তি পরিবেশনা। আবৃত্তি, নাটক ও সকল সংস্কৃতিপ্রেমীকে অনুষ্ঠানে সপরিবার ও সবান্ধব আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।