জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মাইগ্রেশনের কারণে আগামীকাল ৫ আগস্ট রাত ৮টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত ১০ ঘণ্টা অ্যাসাইকুডা সিস্টেমের সব কাজ বন্ধ থাকবে।
গত মঙ্গলবার এনবিআরের প্রথম সচিব রাকিবুল হাসান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। ফলে ওই নির্দিষ্ট সময়ে চট্টগ্রাম কাস্টমসে শুল্কায়ন সংক্রান্ত কোনো কাজ হবে না।