সোমালিয়ায় জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিকসহ আগামীকাল ১৩ মে রাতে কুতুবদিয়ায় পৌঁছাবে। ইতোমধ্যে জাহাজটি বঙ্গোপসাগরে বাংলাদেশি সীমানায় পৌঁছে গেছে।
জাহাজটির মালিক কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, জাহাজটি ১৩ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় পৌঁছাবে। জাহাজটিতে ৫৬ হাজার টন চুনাপাথর রয়েছে। এরমধ্যে বেশ কিছু পাথর কুতুবদিয়ায় লাইটারেজ জাহাজে নামিয়ে জাহাজটির ড্রাফট কমানো হবে। এরপর জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাকি পাথর খালাস করবে। পরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে প্রবেশ করতে পারে বলে সূত্র আভাস দিয়েছে।
উল্লেখ্য, মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরে জাহাজটি সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে। দস্যুরা জাহাজটিকে ২৩ নাবিকসহ জিম্মি করে সোমালিয়া উপকূলে নিয়ে যায়। ব্যাপক আলাপ আলোচনা এবং দর কষাকষির পর ১৪ এপ্রিল ভোররাতে জাহাজটিকে মুক্তি দেয় দস্যুরা। ওখান থেকে দুবাইর উদ্দেশে যাত্রা করে গত ২২ এপ্রিল স্থানীয় সময় বিকেলে জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে ভিড়ে। কয়লা খালাস শেষে ২৭ এপ্রিল স্থানীয় সময় বিকেলে জাহাজটি ইউএইর মিনা সাকার বন্দরে যায়। সেখান থেকে পাথর বোঝাই করে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিল।