কাল রাঙামাটিতে ‘পাহাড়ের সংশপ্তক মকছুদ আহমেদ’ গ্রন্থের প্রকাশনা উৎসব

| শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৮:১৫ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের প্রথম আধুনিক সংবাদপত্র প্রকাশনার পথিকৃৎ, সাপ্তাহিক বনভূমি এবং দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক-প্রকাশক একেএম মকছুদ আহমেদের সাংবাদিকতা ও জীবনের উপর ভিত্তি করে প্রকাশিত ‘পাহাড়ের সংশপ্তক একেএম মকছুদ আহমেদ’ গ্রন্থের প্রকাশনা উৎসব কাল শনিবার রাঙামাটিতে অনুষ্ঠিত হচ্ছে। বিকাল ৩টায় রাঙামাটি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি থাকবেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। গ্রন্থটিতে তাঁর উপর প্রায় ৬৭টি জন বিশিষ্ট লেখকের লেখা সংকলিত হয়েছে। ৩৬০ পৃষ্ঠার এই গ্রন্থটি সম্পাদনা করেছেন জান-ই-আলম এবং মনজু রানী গুর্খা। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ কবি অরুণ দাশগুপ্তের স্মরণসভা
পরবর্তী নিবন্ধইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের মানববন্ধন