কাল রাউজান স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ১২৫ বর্ষপূর্তি অনুষ্ঠান

| মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

রাউজান আর.আর..সি ইনস্টিটিউশন প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে কাল বুধবার ১২৫ বছর পূর্তি ও মিলনমেলা নাসিরাবাদ কনভেনশন সেন্টারে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান বাস্তবায়নকল্পে এক আলোচনা সভা গতকাল ২৩ ডিসেম্বর জিইসি মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি আবু বকর ছিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ..ম ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদীর সম্পাদক একুশে পদকপ্রাপ্ত এম.এ মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. সুলতান আহমেদ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইয়াকুব চৌধুরী হেলাল, মোহাম্মদ আবু জাফর চৌধুরী, মোহাম্মদ ইউনুছ, সেকান্দর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন চৌধুরী, দৌলত আহমদ, টি.এম শওকত হোসাইন, কাজী মুজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, আবু মনসুর, যুগ্মসম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী, প্রচার ও জনসংযোগ সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম, সহঅর্থসম্পাদক লুৎফুর রহমান, মোহাম্মদ আকবর হোসেন চৌধুরী, অনুরাজ দাশ গুপ্ত, তানিয়া তাহমিনা, হোসনে আরা বেলী, ফাহান বিন শহীদ, নুরুল আলম, ইমরানুল হক সোহেল, মিনহাজুর আলম চৌধুরী। সভায় অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষণীয় র‌্যাফেল ড্র, ছাত্রছাত্রীদের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ চেয়ারম্যানের সাথে অনন্যা হাউজিং সোসাইটি নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় দিন দুপুরে বসতঘরে চুরি