চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই শহীদ স্মৃতি হলে আগামীকাল শনিবার বিকেল ৪টায় মাসিক চাটগাঁ ডাইজেস্টের ৩১ তম বর্ষপূর্তি : ১০ রত্নগর্ভা মা সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নুরুল করিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা ও চিটাগাং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমেনা শাহীন। সভাপতিত্ব করবেন প্রাক্তন যুগ্ম সচিব ও চাটগাঁ ডাইজেস্টের প্রধান সম্পাদক ড. জয়নাব বেগম।
সম্মাননা প্রাপ্ত ১০ রত্নগর্ভা মা’য়েরা হলেন – ড. নাজনীন কাউসার চৌধুরী, ফাতেমা খাতুন বেবী, খালেদা খানম চৌধুরী, রৌশন আফরোজ বেগম (রুবি), ইশরাৎ আরা চৌধুরী, নাজমুন নেসা খানম, মোরশেদা আকতার, রহিমা খাতুন, শাহনাজ বেগম, অপর্ণা বৈদ্য। প্রেস বিজ্ঞপ্তি।












