আহলে বায়েতে রসূলে (সা.) এর স্মরণে ও শোহাদায়ে কারাবালা উপলক্ষে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ২০ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত নগর ও জেলার ২৯টি মসজিদ ও মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে –বাদ জোহর, আছর ও মাগরেবের পর মিলাদ, দোয়া মাহফিল ও তবারুক বিতরণ। মাসব্যাপী শোহাদায়ে কারাবালা মাহফিলে বরেণ্য আলেম ওলামাবৃন্দ বয়ান করবেন। শোহাদায়ে কারাবালা মাহফিলসমূহ সফল করার জন্য সাবেক মেয়র এম মনজুর আলম সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












