কাল মাসব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল শুরু

এম মনজুর আলমের আয়োজন

| বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ১০:৫৮ পূর্বাহ্ণ

আহলে বায়েতে রসূলে (সা.) এর স্মরণে ও শোহাদায়ে কারাবালা উপলক্ষে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ২০ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত নগর ও জেলার ২৯টি মসজিদ ও মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে বাদ জোহর, আছর ও মাগরেবের পর মিলাদ, দোয়া মাহফিল ও তবারুক বিতরণ। মাসব্যাপী শোহাদায়ে কারাবালা মাহফিলে বরেণ্য আলেম ওলামাবৃন্দ বয়ান করবেন। শোহাদায়ে কারাবালা মাহফিলসমূহ সফল করার জন্য সাবেক মেয়র এম মনজুর আলম সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্দর চেয়ারম্যানের সাথে উপজেলা পরিষদ এসোসিয়েশনের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে হবে