উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ও সুরসাধক মান্না দের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোসাইটি ফর সাউথ এশিয়ান কালচারাল হেরিটেজে আয়োজনে স্মৃতিময় গানের জলসা বসবে আগামীকাল শনিবার সন্ধ্যা টিআইসি মিলনায়তনে। গানগুলো পরিবেশন করবেন শিল্পী শাহরিয়ার খালেদ। দ্বৈত গানে অংশগ্রহণ করবেন শিল্পী ডা. শর্মিলা বড়ুয়া। অনুষ্ঠান উদ্বোধন করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ। অনলাইনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন অস্ট্রেলিয়া প্রবাসী গীতিকার ও শিল্পী ড. আবদুল্লাহ আল মামুন ও লন্ডন প্রবাসী ব্যারিস্টার মনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।







