কাল ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা

কোপা আমেরিকা কাপ ফুটবল

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৪ জুন, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

লাতিন আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা কাপে নিজেদের প্রথম ম্যাচে কাল মঙ্গলবার ভোরে মাঠে নামছে ফেভারিট আর্জেন্টিনা। প্রথম ম্যাচে মেসিদের প্রতিপক্ষ চিলি। এই চিলির বিপক্ষে আর্জেন্টিনার রয়েছে দুঃসহ স্মৃতি। টুর্নামেন্টের গত আসরের আগের আসরের ফাইনালে এই চিলির কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল লিওনেল মেসির দল। এবার শুরুতেই সেই চিলিকে পাচ্ছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ চিলির বিপক্ষে প্রতিশোধের নেশা থাকলেও আর্জেন্টিনা ভাবছে কেবলই জয় নিয়ে। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চায় আর্জেন্টিনা। যদিও এই টুর্নামেন্টে মাঠে নামার আগে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচেই ড্র করেছে আর্জেন্টিনা। তবে দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটাতে এই ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছেনা আর্জেন্টিনা। এবারের কোপা আমেরিকা কাপের শক্ত গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। যেখানে মেসিদের সাথে রয়েছে চিলি, বলিভিয়া, উরুগুয়ে, এবং প্যারাগুয়ে।
তবে প্রথম ম্যাচে কিছুটা হলেও স্বস্তির খবর রয়েছে আর্জেন্টিনার জন্য। আর তা হচ্ছে প্রথম ম্যাচ শুধু নয়, পুরো গ্রুপ পর্বে খেলতে পারছেননা চিলির তারকা স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ। তবে সুস্থ হওয়ার পর তার ফেরার সম্ভাবনা আছে। শনিবার রাতে চিলির ফুটবল ফেডারশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়েছে ৩২ বছর বয়সী সানচেজ অনুশীলনে পেশীর ইনজুরিতে পড়েন। এজন্য তিনি চিলির জাতীয় দলের সঙ্গে ব্রাজিল সফরে যাচ্ছেন না। বিবৃতিতে আরো বলা হয়েছে, সানচেজের পুরোপুরি সুস্থ হতে কোপা আমেরিকার গ্রুপ পর্ব পেরিয়ে যাবে। তাই তাকে জাতীয় দলের মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে চিলিতেই থাকার পরামর্শ দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজে টাইটেল স্পন্সর ইস্পাহানি
পরবর্তী নিবন্ধ২২ বছর পর ইংল্যান্ডে সিরিজ জিতল নিউজিল্যান্ড