ভাষাসংগ্রামী, সমাজ উন্নয়ন ও নারী জাগরণের অগ্রণী, তৎকালীন ইউনিসেফ প্রধান (প্রোগ্রাম প্ল্যানিং অ্যান্ড মনিটরিং সেকশন) জওশন আরা রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ রাইটার্স ক্লাব, চট্টগ্রাম বিভাগের সভাপতি কবি খুরশীদ আনোয়ার, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, কবি–নাট্যকার অভীক ওসমান, স্থপতি ইশতিয়াক আহমেদ। সভাপতিত্ব করবেন প্রফেসর ডা. সাদিক সাইফুর রহমান। স্মরণসভায় আগ্রহীদের উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন মো. আলমগীর ও সদস্য সচিব অধ্যাপক রুহু রুহেল অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।