কাল বোধনের সুকুমার সন্ধ্যা টিআইসিতে

| শুক্রবার , ২৩ জুন, ২০২৩ at ৯:১৬ পূর্বাহ্ণ

ছড়া সম্রাট সুকুমার বড়ুয়ার উপস্থিতিতে বোধন আবৃত্তি পরিষদ আগামীকাল শনিবার সন্ধ্যে ছয়টায় নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজন করেছে সুকুমার সন্ধ্যা। এতে একক ও দলীয় ছড়া পরিবেশনার পাশাপাশি সুকুমার বড়ুয়ার প্রিয় ছড়ার আলোচনা পর্বে থাকবেন বিশিষ্ট শিশুসাহিত্যিকবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানসূচিতে রয়েছে প্রিয় এ ছড়া সাহিত্যিকের সম্মাননা পর্ব। এতে সকলকে উপস্থিত থাকতে বোধন সভাপতি সোহেল আনোয়ার ও সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধনিলুফার জাহান বেবী