কাল বেলায়েত উল্লাহ খান হাসানীর (রহ) ওফাত বার্ষিকী

| শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৮:৫৯ অপরাহ্ণ

কাল ১০ জানুয়ারি (শনিবার) সৈয়দ বেলায়েত উল্লাহ খান হাসানী (রহ) ওফাত বার্ষিকী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচিতে রয়েছে- হযরত শাহসুফি আমানত খান (রহ:) দরগাহ শরিফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে দিনব্যাপী খতমে কোরআন শরিফ, খতমে খাজেগান শরিফ, এতিম বাচ্চাদের নিয়ে হুজুরের রওজা শরীফে মাল্যদান, বাদে জোহর মসজিদে মুসল্লি, এতিমখানার ছাদে ও ফকির মিসকিনদের তবারক খাওয়ানো, দুপুর ৩ টায় দরগাহ শরিফ প্রাঙ্গনে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও মিলাদ শরীফ আওলাদেপাক, শাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহর সভাপতিত্বে শেষে দোয়া অনুষ্ঠিত হবে।

হজরত শাহ সুফি আমানত খান (রহ:) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আগত বিভিন্ন জায়গা থেকে আশেকান, ভক্তগণের মাঝে তবারক বিতরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় ২৯০ ভরি উদ্ধার
পরবর্তী নিবন্ধচন্দনাইশ বিএনপি প্রার্থী জসিমের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের গাড়িতে গুলি