কাল ১০ জানুয়ারি (শনিবার) সৈয়দ বেলায়েত উল্লাহ খান হাসানী (রহ) ওফাত বার্ষিকী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচিতে রয়েছে- হযরত শাহসুফি আমানত খান (রহ:) দরগাহ শরিফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে দিনব্যাপী খতমে কোরআন শরিফ, খতমে খাজেগান শরিফ, এতিম বাচ্চাদের নিয়ে হুজুরের রওজা শরীফে মাল্যদান, বাদে জোহর মসজিদে মুসল্লি, এতিমখানার ছাদে ও ফকির মিসকিনদের তবারক খাওয়ানো, দুপুর ৩ টায় দরগাহ শরিফ প্রাঙ্গনে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও মিলাদ শরীফ আওলাদেপাক, শাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহর সভাপতিত্বে শেষে দোয়া অনুষ্ঠিত হবে।
হজরত শাহ সুফি আমানত খান (রহ:) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আগত বিভিন্ন জায়গা থেকে আশেকান, ভক্তগণের মাঝে তবারক বিতরণ করা হবে।












