হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সালানা জলসা ও ফাতেহা শরীফ আগামীকাল শনিবার দিনব্যাপী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে রয়েছে সকাল ৭টায় খতমে কোরআন, গাউছিয়া, খাজেগান, শেফা শরীফ, ১০টায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বিকাল ২টা থেকে ওয়াজ মাহফিল, রাত ১০টায় মিলাদ–কিয়াম, দোয়া–মোনাজাত ও তবরুক বিতরণ। মাহফিল সফল করে তোলার জন্য প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সচিব যথাক্রমে শেখ মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ ওয়াসিম রেজা সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












