কাল বিশ্ব ইজতেমা শুরু, ময়দানে বাড়ছে জমায়েত

| বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২৫ পূর্বাহ্ণ

আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে তাবলীগ জামায়াত আয়োজিত বিশ্ব ইজতেমা। এতে অংশ নিতে ময়দানে আসতে শুরু করেছেন দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লি। প্রস্তুতি কিছুটা বাকি থাকলেও ইজতেমার ময়দানে বাড়ছে জমায়েত। গত মঙ্গলবার বিকেলে ইজতেমার ময়দান ঘুরে প্রস্তুতির কাজ চলতে দেখা গেছে। পুরো মাঠের চার ভাগের এক ভাগ চট দিয়ে সামিয়ানা করা হয়েছে।

ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বয়সের মুসল্লিরা এসে জমায়েত করছেন। অনেককে দেখা গেছে নিজ থেকে সামিয়ানা টাঙাতে। আবার অনেকে তাদের নির্ধারিত খিত্তা খুঁজছেন। এক পাশে কিছু মুসল্লিকে রাতের খাবার রান্নার প্রস্তুতি নিতে দেখা গেছে। খবর বাংলানিউজের।

অপর পাশে রাতে থাকার জন্য নিজেদের মতো জায়গা প্রস্তুত করতে দেখা গেছে কিছু মুসল্লিকে। কেউ নামাজ আদায় করছেন, আবার কেউ বিকেলের নাস্তা করছেন। ইজতেমা মাঠের চারপাশ থেকে মুসল্লিরা আসছেন কেউ হেঁটে, কেউ গাড়িতে চড়ে। তবে কারও গাড়ি মাঠে ঢুকছে না। যারা এসেছেন তাদের সঙ্গে রয়েছে বিছানাপত্র, শীতের জামা, কাপড় ও রান্নার হাঁড়িপাতিল ও থালাবাটি। ইজতেমার শুরুর আগ মুহূর্ত পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। আখেরি মোনাজাত পর্যন্ত এখানেই আল্লাহতায়ালার ইবাদত করবেন। আগামী ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব। পরবর্তীতে আগামী ৯ ফেব্রুয়ারি আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের ইজতেমার দ্বিতীয় পর্ব।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধন করবেন আজ
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধে রুশনির অবদান চিরস্মরণীয়