নগরীর বলুয়ার দীঘির পাড়স্থ খানকায়ে কাদেরিয়া ছৈয়্যদিয়া তৈয়াবিয়ায় ছয় দিনব্যাপী মাহফিলে খাজা গরীবে নেওয়াজ (রহ.) আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রতিদিন বাদ মাগরিব শুরু অনুষ্ঠিত হবে। এতে কর্মসূচির মধ্যে রয়েছে, পবিত্র কোরআন তেলোয়াত, পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম পবিত্র খতমে গাউছিয়া শরীফ, পবিত্র খতমে খাজেগান ও খাজা গরীব নেওয়াজের পবিত্র জীবনীর উপর আলোচনা ও সালাতুসাল্লাম, আখেরী মুনাজাত। মাহফিলে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ তকরির করবেন। মাহফিলে ধর্মপ্রাণ মুসলমান পীর ভাইবৃন্দ ভক্ত অনুরক্তদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য খানকাহ শরীফের পক্ষ থেকে অনুরোধ জানানা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।