কাল পটিয়া আমির ভাণ্ডার দরবারের ওরশ শরীফ

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৯:১২ পূর্বাহ্ণ

পটিয়ার আমির ভাণ্ডার দরবারের ১৪৯তম ওরশ উপলক্ষে ভক্তদের মিলন মেলা ঘটবে আগামীকাল বুধবার। ওরশের কর্মসূচির মধ্যে রয়েছে আজ খতমে বুখারী শরীফ। আগামীকাল ভোর থেকে সম্মিলিত আওলাদগণের পক্ষে আমির ভাণ্ডার বড় রওজায় খতমে কোরআন ও মিলাদ মাহফিল। বুধবার ওরশের দিন এশার পর সাপ্তাহিক তাওয়াফ।

সুবেহ সাদেক থেকে সম্মিলিত আওলাদে পাকগণের পক্ষে আমির ভান্ডার বড় রওজাএ পাকের জেয়ারত খানায় পবিত্র খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউছিয়া ও মিলাদ মাহফিল।

পূর্ববর্তী নিবন্ধরাজিব বিকাশ বড়ুয়া
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১৫ মামলার পলাতক আসামি গ্রেপ্তার