পটিয়ার আমির ভাণ্ডার দরবারের ১৪৯তম ওরশ উপলক্ষে ভক্তদের মিলন মেলা ঘটবে আগামীকাল বুধবার। ওরশের কর্মসূচির মধ্যে রয়েছে – আজ খতমে বুখারী শরীফ। আগামীকাল ভোর থেকে সম্মিলিত আওলাদগণের পক্ষে আমির ভাণ্ডার বড় রওজায় খতমে কোরআন ও মিলাদ মাহফিল। বুধবার ওরশের দিন এশার পর সাপ্তাহিক তাওয়াফ।
সুবেহ সাদেক থেকে সম্মিলিত আওলাদে পাকগণের পক্ষে আমির ভান্ডার বড় রওজা–এ পাকের জেয়ারত খানায় পবিত্র খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউছিয়া ও মিলাদ মাহফিল।