চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আগামীকাল শনিবার সকাল ১০টায় দৃষ্টি চট্টগ্রাম আয়োজন করেছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় এই কুইজ প্রতিযোগিতায় চট্টগ্রামের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। কুইজ প্রতিযোগিতা শেষে মুক্তিযুদ্ধের গল্প শোনাবেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম। এরপর দুপুর ১২টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। অতিথি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।