চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সপ্তাহে তিনদিন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল শনিবার থেকে হাটহাজারী কেন্দ্রে নিবন্ধনকারীদের প্রতি শনি, রবি ও সোমবার টিকা দেওয়া হবে। পরবর্তীতে অন্যান্য কেন্দ্রে নিবন্ধনকারীদেরও টিকা দেওয়া হবে। সকাল সাড়ে নয়টা থেকে টিকা কার্যক্রম শুরু হবে। এক্ষেত্রে টিকার কার্ডের প্রিন্টেড দুই কপি সাথে করে নিয়ে যেতে হবে।
চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব আজাদীকে বলেন, শনিবার থেকে মেডিকেল সেন্টারে টিকা দেওয়া হবে। উপাচার্য ম্যাডাম টিকা কর্মসূচি উদ্বোধন করবেন। সপ্তাহে তিনদিন টিকা দেওয়া হবে। প্রথমে হাটহাজারী কেন্দ্রে নিবন্ধনকারী পরবর্তীতে অন্যান্য কেন্দ্রে নিবন্ধনকারী টিকা নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজাদীকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রথম ডোজ টিকা দেয়ার ব্যবস্থা করেছি। যারা হাটহাজারী কেন্দ্রে নিবন্ধন করেছে এসএমএস না আসলেও তারা প্রতি শনি, রবি ও সোমবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে টিকা দিতে পারবে। তিনি বলেন, সপ্তাহে তিনদিন ১ হাজার ডোজ করে টিকা দেওয়া হবে।