চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট ছেড়ে এবার সংবাদ সম্মেলন করেছে শিক্ষকরা। কাল থেকে কর্মবিরতি ঘোষণা করেন চবি শিক্ষক সমিতি।
রবিবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সম্মেলনে আগামী ফেব্রুয়ারির ৫ থেকে ৮ তারিখ পযন্ত কর্মবিরতি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে পরবর্তীতে অতিরিক্ত ক্লাস নেওয়ার মাধ্যমে সম্ভাব্য ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যাপারে কাযকর উদ্যোগ গ্রহণ করা হবে।